চীনের সামরিক মহড়া অসঙ্গতিপূর্ণ ও উসকানিমূলক: ব্লিনকেন
তাইওয়ানের চারপাশের জল ও আকাশসীমায় যে বিশাল সামরিক মহড়া চীন শুরু করেছে—তাকে অন্যায্য, অসঙ্গতিপূর্ণ ও উসকানিমূলক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
চীনের নিজস্ব ভূখন্ড বলে দাবি করা তাইওয়ানকে ঘিরে সম্প্রতি পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে যে অভিযোগ উঠেছে, তা ও অস্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেনে এশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় দেশসমূহের জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সে সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন ব্লিনকেন। সেখানে বৈঠকের বিরতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘(তাইওয়ান প্রণালীতে) চীন যে সামরিক মহড়া শুরু করেছে, সেটি পুরোপুরি অন্যায্য। এ ধরনের চরম, সঙ্গতিবিহীন ও উসকানিমূলক সামরিক মহড়ার কোনো যৌক্তিকতা নেই।’
‘তাইওয়ানের প্রতি তাদের মনোভাব আগে থেকেই আক্রমণাত্মক ছিল। সামরিক মহড়ার মধ্যে দিয়ে তা নতুন পর্যায়ে পৌঁছেছে।’