বাজার দরের সঙ্গে মিল রেখে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন

0

নতুন মজুরি বোর্ড গঠন ও বাজার দরের সঙ্গে মিল রেখে জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

আজ শুক্রবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব দাবি সামনে রেখে মানববন্ধন করেছে জাতীয় পোশাক শ্রমিক ফেডারেশন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে পোশাক শ্রমিকদের জীবন অতিষ্ঠ। তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনা ও সর্বোপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমানের কথা বিবেচনা করে পোশাক শ্রমিকদের অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণের জোর দাবি জানান।

সরকারি কর্মচারীদের বেতন স্কেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মাথাপিছু জাতীয় আয়, দারিদ্র্যসীমা, পার্শ্ববর্তী দেশসমূহের শ্রমিকদের মজুরি বিষয়ে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকাসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com