তাইওয়ান সফর নিয়ে যা বললেন পেলোসি
তাইওয়ান সফর নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সফর শেষ করে দ্বীপটি ত্যাগ করার পর এ প্রথম তিনি এ বিষয়ে কথা বললেন। এ সময় ব্যক্তিগত স্বার্থে তাইওয়ান সফরের অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।
শুক্রবার টোকিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাইওয়ানের প্রশংসা করেন এবং দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের সংহতির প্রতিশ্রুতি দেন। খবর বিবিসি, রয়টার্সের।
পেলোসি বলেন, আমার এশিয়া সফরের কারণে আঞ্চলিক স্থিতাবস্থার কোনো বদল ঘটবে না।
ব্যক্তি স্বার্থে তাইওয়ান সফরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটি একটি হাস্যকর বিতর্ক। সফরটি আমার বিষয় নয়, তাইওয়ানের বিষয়। এটি ছিল তাইওয়ান এবং এর সমৃদ্ধ গণতন্ত্র উদযাপন সম্পর্কে।