নিরাপদ সড়ক আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ
২০১৮ সালে হওয়া নিরাপদ সড়ক আন্দোলনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কয়েকজন শিক্ষার্থী।
তানভীর সৌরভ নামের এক শিক্ষার্থী বলেন, আজ থেকে চারবছর আগে সাইন্সল্যাবের রাস্তা এমন সাদা ছিল না। তখন রাস্তা রক্তে লাল হয়েছে। অথচ সরকার বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আজকে আমাদের ওপর হামলার চার বছর পার হয়ে গেছে অথচ এখন পর্যন্ত তাদের কোন বিচার হয়নি। আমরা অনেকবার প্রশাসনের কাছে গিয়েছি। সন্ত্রাসীদের নাম, ছবি দিয়েছি। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আমরা দেশের মানুষের জীবন রক্ষায় মাঠে নেমেছি। কিন্তু সরকার আমাদের নয় দফা দাবি এখনো মানেনি। ফলে প্রতিবছর দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। এতেও সরকারের হুশ ফিরছে না।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তসলিমা নিতা নামের আরও এক শিক্ষার্থী বলেন, ২০১৮ সাল থেকে নিরাপদ সড়কের দাবিতে এ আন্দোলন হচ্ছে। অথচ এখন পর্যন্ত আন্দোলনের কোনো দাবি কিংবা সড়ককে নিরাপদ করার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি সরকারকে। আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের কোন বিচার করেনি। আমরা নারী, বাসে চড়ি সেখানেও আমাদের নিরাপত্তাহীনতায় ভুগি।