প্রাক্তন স্বামী জনি ডেপকে ক্ষতিপূরণ দিতে বাড়ি বিক্রি করলেন অ্যাম্বার
হলিউডে সমালোচনায় রয়েছেন অ্যাম্বার হার্ড। ‘অ্যাকুয়াম্যান’ তারকা অভিনেত্রী প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানহানির মামলা করেন। এতে জিতেন জনি। আদালত থেকে অ্যাম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে জনিকে ক্ষতিপূরণ দিতে।
তবে অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর কাছে পর্যাপ্ত অর্থ নেই। আদালত তবুও ক্ষতিপূরণ থেকে রেহাই দেয়নি অ্যাম্বারকে। তাই বিশাল অংকের টাকার জোগান দিতে নিজের প্রিয় বাড়ি বিক্রি করে দিলেন অভিনেত্রী।