বিএনপির নির্বাচনে না যাওয়া নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

0

বিএনপির নির্বাচনে না যাওয়া নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা বারবার বলছি এই সরকারের অধীনে নির্বাচন নয়। এটা নতুন কথা না। ২০১৮ সালের আগেও আমরা বলেছি। কিন্তু পরে নির্বাচনে গেছি। সে কারণে সাধারণ মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে আমাদের যে হুঙ্কার– এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না, সেটা নিয়ে কিছুটা সন্দেহ আছে। আশঙ্কাও আছে।’

গয়েশ্বর বলেন, ‘এই আশঙ্কা দূর করতে পারলে, আমাদের কমিটমেন্টের জায়গায় দৃঢ় থাকলে আন্দোলন, হরতাল, অবরোধ কিছুরই দরকার হতো না।

’মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের দাম কমেছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটা জিনিসের দাম বাংলাদেশে প্রতিনিয়তই কমছে আর সেটা হলো আওয়ামী লীগের দাম। শেয়ার মার্কেটে আওয়ামী লীগের দরপতন ঘটেছে। ১০০ টাকার শেয়ার এখন ৫ টাকায় এসে দাঁড়িয়েছে। কিন্তু শেয়ার বাজারে বিএনপির দরপতন ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মানুষের অভাব-অনটনের শেষ নেই। কর্মসংস্থান নেই, মানুষের আয় নেই। ব্যয় বেড়েছে। এমন কোনও জিনিস নেই, যার দাম বাড়েনি।’

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন কমিশনকে নিয়ে কোনও কথা বলার দরকার নেই। নির্বাচনে যাবো না, তাহলে কেন তার কথা শুনবো? আর সে কে রাজনৈতিক মীমাংসা করার? রাজনীতির মীমাংসা রাজনীতিবিদরা করবেন। রাজনৈতিক দলগুলো করবে। তারা ঠিক করবে ফয়সালা মাঠে না আলোচনায় করবে।’

তিনি বলেন, ‘ইভিএম নিয়ে কথা বলবো কেন? নির্বাচন করবো না, ইভিএম দিয়ে কী করবো? যখন নির্বাচনের পরিবেশ আসবে তখন ইভিএম নিয়ে কথা বলবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com