ঈদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ জনের

0

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না আতিয়া (৩৫) ও আজিজুল মোল্লা (৩২) নামে দুই পোশাক শ্রমিকের।

বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী শহরের বড়পুল নামক স্থানে মাহিন্দ্রা উল্টে তারা নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী। তবে দুর্ঘটনায় নিহত আতিয়ারের শিশু ইউসুফ ও স্ত্রী রাহেলা অক্ষত রয়েছে।

নিহত আতিয়া ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার ধয়েয়ার গ্রামের মতিয়ারের ছেলে ও আজিজুল একই এলাকার নজরুল মোল্লার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় একটি মাহিন্দ্রা। পথে রাজবাড়ী বড়পুল নামক স্থানে আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে গেলে দুই যাত্রী নিহত ও আরেক যাত্রী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.