নোয়াখালীতে আশ্রয়ণ থেকে পালানো ৯ রোহিঙ্গা আটক
নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ায় সোমবার এলাকাবাসী আটক করেছে। পরে রাত ১০টায় আটক রোহিঙ্গাদের কোম্পানীগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতদের মধ্যে ২ নারী, ৪ শিশুসহ ৩ যুবক রয়েছে। তারা হচ্ছে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৩ নম্বর ক্লাস্টারের মৃত লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮ নম্বর ক্লাস্টারের খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪ নম্বর ক্লাস্টারের নুর কবিরের ছেলে মাজেদা বেগম (১৫), ৭১ নম্বর ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), একই ক্লাস্টারের মনিরুল হকের মেয়ে মনিকা বেগম (৮), ১৪ নম্বর ক্লাস্টারের নুরুল আমিনের স্ত্রী হোসনে আরা (২০), একই ক্লাস্টারের নুরুল আমিনের ছেলে নুর ছাদেক (৪), আনোয়োর ছাদেক (২), ৮৩ নম্বর ক্লাস্টারের মো: মরি আহাম্মদের ছেলে জাহেদুল্লা (২১)।
এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পেশকারহাট রাস্তারমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ৯ জন রোহিঙ্গা চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় আসে। তখন হাতে-পায়ে কাদা মাখা অবস্থায় দুই রোহিঙ্গা নারী, ৪ শিশু ও ৩ যুবক ওই এলাকায় ঘোরাফেরা করছিল।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে রোহিঙ্গাদের পুলিশ হেফাজতে ভাসান চরে ফেরত পাঠানো হয়েছে।