যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গকে ৬০টি গুলি করেছে পুলিশ

0

কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের ঘটনায় আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির ওহাইও অঙ্গরাজ্যের অ্যাক্রন এলাকায় জেল্যান্ড ওয়াকার নামের এক কৃষ্ণাঙ্গকে ৬০ বার গুলি করে হত্যা করেছে পুলিশ।

পুলিশ নিজ থেকে রোববার এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে। তারা দাবি করেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে জেল্যান্ডকে থামানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু জেল্যান্ড ওই সময় গাড়ি রেখে পালানোর চেষ্টা করেন। জেল্যান্ড আগে গুলি চালিয়েছেন। পরে পুলিশ কর্মকর্তারা গুলি চালিয়েছেন। খবর রয়টার্সের।

পুলিশ এ কথা বললেও যখন গুলি চালানো হয়েছে, তখন জেল্যান্ডের কাছে কোনো পিস্তল ছিল না। ২৫ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গের গাড়িতে পিস্তল ছিল। হত্যার পর মূলত তার গাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এদিকে এ ভিডিও প্রকাশের পর থেকে বিক্ষোভ শুরু হয়েছে।

নিহত জেল্যান্ডের পরিবারের আইনজীবী ডেরিক জনসন বলেন, মাটিতে লুটিয়ে পড়ার পরও পুলিশ কর্মকর্তারা তাকে গুলি করতে থাকেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com