বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তির আগে যাচাইয়ের অনুরোধ

0

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত নয় এমন কোনো চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিলে বা সনদপ্রাপ্ত হলে চিকিৎসার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

এমতাবস্থায় কোনো চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগে ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ও বিএমডিসির স্বীকৃতি আছে কী না তা জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

রোববার (৩ জুলাই) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেনের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসি স্বীকৃত নয় এমন কোনো চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান (মেডিকেল/ডেন্টাল কলেজ) থেকে ডিগ্রি নিলে কেউ নিজেকে চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। এমনকি এসব ডিগ্রি ও সনদপত্র নিয় কেউ কোনোভাবেই বাংলাদেশে এলোপ্যাথিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com