শহীদ নূরুজ্জামান জনির ৫ম শাহাদাতবার্ষিকী

0

সোমবার, জানুয়ারি ২০, ২০২০, শহীদ নূরুজ্জামান জনির ৫ম শাহাদাতবার্ষিকী। ২০১৫ সালের এই দিনের শুরুতে গভীর রাতে খিলগাঁও রেলগেট জোড়াপুকুরপাড় মাঠে জনিকে নিষ্ঠুরভাবে হত্যা করে পুলিশ।

নূরুজ্জামান জনি, ৩০, ছিলেন খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ।

সুরতহাল রিপোর্টে এই ছাত্রদল নেতার বুক, পিঠসহ বিভিন্ন স্থানে মোট ১৬টি গুলি বিদ্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নিহত নূরুজ্জামান জনি ২ ভাই ১ বোনের মধ্যে বড় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনিনের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করেন খিলগাঁও থানার এসআই আলাউদ্দিন। সুরতহাল রিপোর্টে তিনি নূরুজ্জামান জনির বাম কোমরে ১টি, বুকের মাঝে ৩টি, বুকের বাম পাশে ২টি, ডান পাশে ৩টি, পিঠের বাম পাশে ২টি, পিঠের বাম পাশে ওপরে ২টি, ডান পাশে ১টি এবং ঘাড়ের বাম পাশে একটি গুলিসহ মোট ১৬টি গুলি বিদ্ধ হওয়ার কথা উল্লেখ করেছেন।

#ShaheedNuruzzamanJonny #শহীদনুরুজ্জামানজনি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com