বিহারে বজ্রপাতে মৃত ১০, চলতি সপ্তাহেই প্রাণ হারালেন ২৬ জন

0

বজ্রপাতের কবলে ভারতের বিহারে মৃত্যুমিছিল অব্যাহত। গত সপ্তাহেই ১৬ জনের মৃত্যুর পরে ফের শনিবার মারা গেলেন ১০ জন। অর্থাৎ ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হলো রাজ্যে। আগামিকাল ৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জানা গেছে, শনিবার শুধু সারান জেলাতেই বজ্রপাতে মারা গেছেন ছয়জন। এছাড়া সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলাগুলোর প্রত্যেকটিতে একজনের মৃত্যু হয়েছে। আচমকা পরিজনদের মৃত্যু মানতে পারছেন না কেউ।

প্রবল বৃষ্টিতে ভিজছে বিহারের বিভিন্ন প্রান্ত। রাতে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে দেখা গেছে। একাধিক জায়গায় উপড়ে গেছে গাছ। শনিবার থেকেই উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বিহারে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সাথে ঘনঘন বজ্রপাত। বারাউনিতে বৃষ্টি হয়েছে ৯৩.২ মিমি।

এছাড়া মোহানিয়া, বীরপুর, ঘোসি ও হার্নাতে বৃষ্টি হয়েছে যথাক্রমে ৮৬.৬ মিমি, ৬৮.৮ মিমি, ৬৫.৪ মিমি ও ৫৯.২ মিমি। আবহাওয়া দফতর জানাচ্ছে, রোববারও প্রবল বৃষ্টি হবে। সোমবারের আগে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস নেই।
সূত্র : সংবাদ প্রতিদিন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com