ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো দিচ্ছে নরওয়ে

0

ইউক্রেনকে আত্মরক্ষার্থে অস্ত্র কেনার জন্য ১ বিলিয়ন ইউরো (১০৪ মিলিয়ন ডলার) দিচ্ছে নরওয়ে।

কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ার। খবর ডেইলি সাবাহর।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে কিয়েভে ওই সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আজ এখানে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য।

এ যুদ্ধ কেবল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকার যুদ্ধ নয়, এটির সঙ্গে গোটা ইউরোপের নিরাপত্তা জড়িত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com