ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো দিচ্ছে নরওয়ে
ইউক্রেনকে আত্মরক্ষার্থে অস্ত্র কেনার জন্য ১ বিলিয়ন ইউরো (১০৪ মিলিয়ন ডলার) দিচ্ছে নরওয়ে।
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ার। খবর ডেইলি সাবাহর।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে কিয়েভে ওই সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আজ এখানে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য।
এ যুদ্ধ কেবল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকার যুদ্ধ নয়, এটির সঙ্গে গোটা ইউরোপের নিরাপত্তা জড়িত।