আর্জেন্টিনার অর্থমন্ত্রীর পদত্যাগ

0

আর্জেন্টিনার অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান পদত্যাগ করেছেন। শনিবার ( ২ জুলাই) টুইটারে এক বিবৃতি শেয়ার করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ পুনর্বিবেচনার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

মার্টিন গুজম্যান কেন পদত্যাগ করেছেন তা বলেননি। তবে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে তিনি অভ্যন্তরীণ বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন যাতে ‌‘পরবর্তী মন্ত্রী তার মতো অসুবিধায় না পড়েন’।

ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য বলেও মনে করেন তিনি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার যিনি সরকারের ক্রমাগত সমালোচক ছিলেন। দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ফার্নান্দেজের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আক্রমণ করে একটি বক্তৃতা দেন। এরপর অর্থমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণা এলো।

সূত্র: এএফপি, বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com