হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা ফজলুর রহমান, দেখতে গেলেন শাহবাজ শরিফ
প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের (জেইউআই) নেতা মাওলানা ফজলুর রহমান। তাকে দেখতে হাসপাতালে গেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার জমিয়তের মুখপাত্র হাফেজ আব্দুর রহমানের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
জেইউআইয়ের মুখপাত্র বলেছেন, মাওলানা ফজলুর রহমানের টেস্ট করা হয়েছে, রিপোর্ট এলে চিকিৎসকরা আরো চিকিৎসা দেবেন।
জেইউআইয়ের এই মুখপাত্র আরো জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মাওলানা ফজলুর রহমান হজে যাবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মডেল টাউনের ইত্তেফাক হাসপাতালে মাওলানা ফজলুর রহমানকে দেখতে যান এবং এ সময় তাকে ফুলের তোড়া দেন।
প্রধানমন্ত্রী মাওলানা ফজলুর রহমানের সুস্থতা কামনা করেন এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।