আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস আর নেই
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস মারা গেছেন। ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।