‘স্যার’ আমরা সহায়তা চাইলে সাগ্রহে দেবেন, কাদেরকে সিইসি

0

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুন) তৃতীয় ধাপে আওয়ামী লীগসহ ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নিয়েছেন ১০টি দলের নেতারা। এদিন ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংলাপে আলোচনার একপর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘স্যার’ সম্বোধন করে বলেন, ‘স্যার, আমরা আশা করবো- আপনারা সরকারে থেকে আমাদের (ইসি) সরকারি সাহায্য-সহায়তা দেবেন। আমরা যে সহায়তা চাইবো, তা সবসময় সাগ্রহে দেবেন।’

সিইসির এমন কথার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ওবায়দুল কাদের ‘হ্যাঁ, দেওয়া হবে’ বলে উল্লেখ করেন। এরপর সিইসি বলেন, ‘যাক, আপনি বলেছেন। এজন্য আমরা আশ্বস্ত বোধ করছি। এ আশ্বাসটা নিয়ে আমরা আগামীতে কাজ করে যাবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com