সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, জনমত কার পক্ষে: দুলু

0

আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘একবার ফেয়ার নির্বাচন দিয়ে দেখেন জনমত আপনাদের পক্ষে আছে কিনা।’

সোমবার দুপুরে নাটোরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কাউন্সিলে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘যারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের কঠিনভাবে প্রতিহত করে এ দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে এবং সন্ত্রাসীদের রাজপথ থেকে বিতাড়িত করতে পারবে তাদের নেতৃত্বই চাই আমরা।’

তিনি বলেন, ‘যারা ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে এমন নেতৃত্বই কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করব আমরা।’

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে জাতীয়তাবাদী দল বিএনপির নাটোর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি পুরাতন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। করোনার প্রাদুর্ভাবের কারণে দ্বি-বার্ষিক কাউন্সিল করা সম্ভব হয়নি। সোমবার এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com