জুয়া খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর নদীতে মিললো দুজনের মরদেহ

0

নিখোঁজের একদিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৬ জুন) রাতে নিখোঁজ হন তারা।

নিহত ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com