আর্থিক খাতে ‘লুটপাট’ দেখার কেউ নেই: ফিরোজ রশীদ
আর্থিক খাতে লুটপাট কোনোভাবেই থামানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। আর্থিক খাত দেখলে মনে হয় টাকা চুরি দেখার কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।
তিনি বলেন, সুখে থাকা মানুষগুলো বোঝে না গরিবের দুঃখ-কষ্ট কী? আর স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কত নির্মম, কত কঠিন। অর্থমন্ত্রী যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন, মনে হয় ধনীদের চেহারা সামনে রেখে তিনি বাজেট প্রণয়ন করেছেন। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা সর্বাগ্রে প্রয়োজন, আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটেরাদের দখলে চলে গেছে। উচ্চ মূল্যস্ফীতি যদি লাগামহীন বাড়তে থাকে তাহলে ধনী এবং দরিদ্রের মাঝে ব্যবধান আরও বেড়ে যাবে। যেটা একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে।