বীরাঙ্গনা ছাড়া নতুন করে মুক্তিযোদ্ধা নিবন্ধন বন্ধ: মন্ত্রী

0

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, অনেক সতর্কতার পরেও যে ভুয়া মুক্তিযোদ্ধা নেই এ কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না।

রোববার (২৬ জুন) রাজধানীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিবহণ পুল ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান, চিকিৎসা সেবা প্রদান, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সংক্রান্ত বুকলেটের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বীরাঙ্গনা ব্যতীত আর কেউ নতুন মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন না। এটি একেবারে ওয়েবসাইট থেকেই বন্ধ করা আছে। বর্তমানে শুধুমাত্র বিদেশে যারা আছেন, তারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com