ফের করোনাক্রান্ত মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় করোনা পরীক্ষায় বিএনপি মহাসচিবের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি ডা: রায়হান রাব্বানীর অধীনে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ১১ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন বিএনপি মহাসচিব। তার দেহে কোভিড-১৯-এর ভ্যাকসিন বুস্টার ডোজ দেয়া আছে।
দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে ।
আগামীকাল ২৬ জুন সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমানের মাজারে নবগঠিত যুবদল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মহাসচিবের শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।