জিয়াকে খাটো করতে সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছে আ.লীগ: বিএনপি

0

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটি রাজনৈতিক দল দাবি করে যে, তারাই এই দেশের স্বাধীনতার একমাত্র দাবিদার। তারা জিয়াউর রহমানকে খাটো করতে তার সমস্ত অবদানকে ম্লান করার জন্য আজ সুপরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে।

গতকাল বুধবার (২২ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও এ আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।

সভায় ফখরুল বলেন, জিয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে হাটি হাটি পা পা করে এ দেশের জাতীয়তাবাদী আন্দোলনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। জিয়াউর রহমান শুধু একজন সৈনিক ছিলেন না, তিনি এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষণাও দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের বিশাল অংশের মানুষ আজকে বন্যার পানিতে দুঃসহ জীবনযাপন করছে। লোকালয় তলিয়ে গেছে, মানুষ ভেসে যাচ্ছে। তারা চিকিৎসা পাচ্ছে না, তারা ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

‘দুর্ভাগ্য আমাদের, সরকার সেখানে কোনো নজর না দিয়ে, বানভাসি মানুষকে উদ্ধারের জন্য তাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা না করে তারা এখন সেতু উদ্বোধন উৎসব নিয়ে মেতে আছে।’

‘যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, যারা নিজেদের এ দেশের একমাত্র উন্নয়নের দাবিদার মনে করে, তারা উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে।’

‘একদিকে বন্যা, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দুর্বিষহ করে তুলেছে। এছাড়া গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।’

‘গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে কারারন্তরিত অবস্থায় অত্যন্ত অসুস্থ আছেন। তাকে মুক্ত করার জন্য এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, আমাদের প্রায় ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করলেই সফল হতে পারবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com