গোলাপগঞ্জের বানবাসীদের পাশে বিএনপি নেতা ফয়সল চৌধুরী

0

বিয়ানীবাজারের মানুষের দিকে বিএনপি নেতা ফয়সল চৌধুরীর দৃষ্টি সবসময় থাকে, তিনি দেশে থাকুন আর বিদেশে, যেখানেই থাকুন না কেন। এই অঞ্চলের মানুষের সুখে দুখে সবসময় তিনি পাশেই আছেন। চলতি বছরের তিন দফা বন্যায় সিলেট জেলা বিএনপির সদস্য ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী অতীতের মতো এবারও আছেন সাধারণ মানুষের পাশে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত বানবাসীদের মুখে আহার তুলে দিতে তিনি ছুটে বেড়াচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে।

ইতিমধ্যে বিস্তর খোঁজ-খবর নিয়ে মঙ্গলবার থেকে ছুটে চলেছেন অসহায় মানুষের দোরগড়ায়। যাচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বানবাসীদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার। বুধবার (২২ জুন ) তিনি গোলাগঞ্জের লক্ষনাবন্দ ও শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রের অনাহারী মানুষের মুখে শুকনো খাবার তুলে দিয়েছেন। লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারের ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তৈরি করা খাবার বিতরণ করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নূর উদ্দিনসহ ইউনিয়ন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com