ইভিএম দর্শনে যাচ্ছে না বিএনপি

0

নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত আজ মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখানো ও এর কারিগরি দিক যাচাইয়ে যাচ্ছে না বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগসহ কয়েকটি রাজনৈতিক দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি তো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। সেখানে নির্বাচন-সংক্রান্ত এই সভায় যাওয়ার প্রশ্নই ওঠে না।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি জানিয়েছে, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজন। এ জন্য জেএসডি অংশ নেবে না। এর আগে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপেও যায়নি বিএনপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com