বহুবার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছি, আর না: চুন্নু

0

জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা বহুবার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছি। আর হবো না। আমরা এখন সাবালক পোড় খাওয়া দল। এ দলকে নিয়ে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করুন।’

শুক্রবার বিকালে বন্দরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে থেকে তিন ভাগ হয়ে গিয়েছিল। বিএনপিও ক্ষমতায় না আসতে পারলে মুসলিম লীগ হয়ে যাবে। তবে জাতীয় পার্টি মাত্র চার বছর ক্ষমতায় থেকেও আজ বিরোধী দলে থেকেও টিকে আছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com