ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা এ সড়ক অবরোধ করে। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে কয়েকশত শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর ছাঁটাই করলেও পাওনা দেওয়া হয় না।
তারা আরও বলেন, সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে যেতে দেয় না। কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়।
নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, অনেক আগে থেকেই তাদের অসন্তোষ। এর আগেও কয়েকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের ঝামেলা রয়েছে।