বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাট স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধবার জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে, ও বিদেশে চিকিৎসা গ্রহনের সুযোগ দেয়ার জন্য বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় অফিসের সামনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব ও স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সরদার সামস মতিন।
বক্তারা তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থ, তার হার্ট এটাক হয়েছে। বিদেশে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। প্রতিহিংসাপরায়ণ হয়ে এই সরকার উনাকে তিলেতিলে মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে যাচ্ছে। এর পরিনাম শুভ হবেনা। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সু চিকিৎসার জন্য পাঠানোর জোর দাবি জানানো হয়।