গৌতম চক্রবর্তী চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
শুক্রবার (২৭ মে) বিকাল ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গৌতম চক্রবর্তীর মরদেহ দেখে এসে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গৌতম চক্রবর্তী সাবেক প্রতিমন্ত্রী, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। মন্ত্রী থাকাকালে হিন্দু সম্প্রদায়ের কল্যাণের জন্য বহু কাজ করেছেন। তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তার এই চলে যাওয়াতে বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলো।’
তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। পরম করুনাময়ের কাছে প্রার্থনা করছি, পরবর্তী জীবনে তিনি যেন শান্তি পান। তার পরিবার পরিজন যারা আজকে তাকে হারালেন, তাদের মধ্যে যেন এমন শক্তি আসে, যে শক্তিতে তারা শোক কাটিয়ে উঠতে পারেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, গৌতম চক্রবর্তীর স্ত্রী, বড় মেয়ের জামাতা বিপ্লব চক্রবর্তী। আরও ছিলেন স্বপন ফকির, সুশীল বড়ুয়া, জন গমেজ, শায়রুল কবির খানসহ অনেকে।
উল্লেখ্য, শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান বিএনপির এই নেতা। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।