সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

0

চারদলীয় জোট সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি’র পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, তিনি এর আগে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল মরদেহ দেখতে যান।

গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপি টিকিটে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com