দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের অবস্থা নাজেহাল: দুদু

0

বিএনপিকে দাবায় রাখার জন্য ৩৫ হাজার মামলা দিয়েছে এই সরকার, মামলা দেওয়ার দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আওয়ামী লীগকে একটু সংযত হওয়ার পরামর্শ দিয়ে বিএনপির ওই নেতা বলেন, ক্ষমতা চিরকাল থাকে না।

আমরা ক্ষমতায় ছিলাম এখন নেই। আমরা আবার আসবো তখন কী হবে? এমন অবস্থানে যাবেন না, যেখান থেকে ফেরত হতে পারবেন না।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসনকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, আমরা ক্ষমতায় গেলে বিএনপির মহাসচিবকে কে পুলিশ মন্ত্রী বানিয়ে দেবো। তাই যা করবেন একটু বুঝে-শুনে করবেন। এখান থেকে চলে গেলেই বেঁচে যাবেন না। সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জবাব না দিয়ে চলে যাবেন তা হবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে জনগণের অবস্থা নাজেহাল। ১০ টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছেন এখন খাচ্ছি ৭০ টাকা কেজিতে। ঘরে ঘরে চাকরি দেবেন বলেছিলেন কিন্তু দিয়েছেন মামলা! সবকিছুর হিসাব নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com