বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাতে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিএনপি।
শুক্রবার (২৭ মে) সকাল পৌনে ১০ টার দিকে তারা এ সমাবেশ শুরু করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে সমাবেশের চার পাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।