ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের নাম জানাল বিএনপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল নেতাকর্মীদের তালিকা দিয়েছে বিএনপি।
তারা শাহীনুর রহমান শাহীন, সাহবুদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, নাহিদ চৌধুরী, রাজু হাসান রাজন।
এ ছাড়া আহত হয়েছেন, ঢাবি ছাত্রদল আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাকির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আবু জাফর। ঢাবি ছাত্রদল সদস্য নাছির উদ্দিন শাওন, সাধারণ সম্পাদক (এফ এইচ হল) শাহাদাত হোসেন, সভাপতি (জিয়া হল) তারেক হাসান মামুন, ছাত্রদল নেতা সালেহ মো. আদনান, যুগ্ম আহ্বায়ক (বিজয় ৭১ হল) তানভীর আজাদী, আতিক মোর্শেদ, সদস্য নাছির উদ্দিন নাছির, সভাপতি (বিজয় ৭১ হল) সোহেল রানা, আবদুল্লাহ আল মাসুদ, মো. মানিক হোসেন, বাহারুল ইসলাম, রেজাউল করিম রাজু, সজীব রায়হান, শামীম আকন, ইজাবুল মল্লিক, সরদার মিলন, জুবায়ের আল মাহমুদ, নাজমুল ইসলাম বাহার,মাসুদ রানা রিয়াজ,আরিফ মোল্লা, আবুল হোসেন হাওলাদার আশিক, রিমু হোসেন, কাওছার হোসেন, শামীম হোসেন, সাইফুল ইসলাম মিঠুন, আসাদুজ্জামান আসলাম, গোলাম মওলা লিখন, রাকিব ইসলাম আলভী, সজিব হাওলাদার, এস এম শামীম হোসেন, করিম প্রধান রনি, আতাউর রহমান খান, নাহিদ শাহ পাটোয়ারি, জান্নাতুল ফেরদৌস, কাজী রফিকুল ইসলাম, আতাউর রহমান বুলেট।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহত নেতা–কর্মীদের একটি তালিকা দেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়।
রিজভী অভিযোগ করে বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অর্থাৎ গত ১৩ বছরে অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীকে হত্যা করেছে ছাত্রলীগ।’
রিজভী বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়-ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণ করছে। বেশ কয়েকজন ছাত্রদল নেতাকে ২৮ অক্টোবরের লগি-বৈঠা স্টাইলে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। তাদের হামলা থেকে রক্ষা পায়নি সাধারণ আইনজীবীরাও। ছাত্রলীগের হামলায় সুপ্রীম কোর্টও রক্তাক্ত হয়েছে। ছাত্রলীগের এই আচরণ সম্পূর্ণ রূপে মানবাধিকার লঙ্ঘন।’