যেই লীগই আসুক না কেন এবার কেউ আমাদের থামাতে পারবে না: রনি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আমাদের প্রধান অতিথি নোমান ভাই জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। আমাদের রবি ভাই, আমার যুবদল ও ছাত্রদল এবং অন্যান্য নেতৃবৃন্দ পাশে আছি। আমরা এখাঁনে কেন আমরা জানি। আমরা যখন বাসা থেকে বের হই তখন জানি না বাসায় ফিরব কিনা। তাই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে হবে। তখন ছাত্রলীগ যুবলীগ যেই আসুক, কোন লীগই আমাদের থামাতে পারবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদে সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, এ মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। এ সরকার জনগনের ভোট চুরি করে ক্ষমতায় আছেন। আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানি না। আজকে প্রধান অতিথি যিনি দীর্ঘদিন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার জন্য কাজ করে গেছেন। আমাদের নেত্রী এ দেশের মানুষের কথা চিন্তা করেন। আমাদের নেতা যদি আঁতাত করে চলতেন তাহলে দেশে থাকতে পারতেন।
রনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন জিয়াউর রহমানের স্লোগান দেয়া হয় যখন তারেক রহমানের স্লোগান হয় তখন তাদের গা জ্বলে৷ তারা জানে তারেক রহমান এদেশে পা দিলে তারা আর ঘরে থাকতে পারবেন না৷ তারেক রহমান যাকে জেলা যুবদলের নেতৃত্ব দিয়েছেন সেই গোলাম ফারুক খোকনের ওপর হামলা করা হয়েছে। তারা ভেবেছে তাকে যদি ভাঙা যায় তাহলে অনেকেই বের হবে না। তোমরা বোকা, তোমার ঘুমিয়ে আছো। আমাদের অনেক ছাত্রদল নেতার ওপর হামলা করা হয়েছে। আমি বলতে চাই আমাদের মনোবল ভাঙার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। শহীদ জিয়ার সৈনিকেরা আবারও রাজপথে নামবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ (লিটন), জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, রানা মুজিব, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া প্রমূখ।