নির্বাচন কমিশনের সংলাপে যাবে না বিএনপি, বিএনপির দাবি একটাই এই সরকারের পদত্যাগ

0

বর্তমান নির্বাচন কমিশনের আমন্ত্রণে কোনও সংলাপে যাবে না বিএনপি। দলটির নীতিনির্ধারকরা বলছেন, বর্তমান নির্বাচন কমিশন দৃশ্যত সংলাপ বা আলোচনার আহ্বান জানালেও মূল বিষয় হচ্ছে—দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা। মূলত সরকারের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করাই এই কমিশনের লক্ষ্য।

শুক্রবার (২০ মে) ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২’-এর উদ্বোধন শেষে সাভারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ‘অচিরেই বিএনপিসহ সব দলকে নির্বাচন নিয়ে সংলাপের জন্য ডাকা হবে, এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।’

সিইসি’র এমন বক্তব্যের পর আবারও ‘না’ করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, বর্তমান কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ বর্জনের মতো ইসির সংলাপেও যাচ্ছেন না তারা। রাষ্ট্রপতির ওই সংলাপেও বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়নি। এবারও এর পুনরাবৃত্তি দেখা যেতে পারে—এমনটি আভাস দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের প্রধান।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনের সংলাপে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। একমাত্র সংলাপ হতে পারে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কীভাবে হবে, সেই আলোচনায়। তবে প্রধান নির্বাচন কমিশনারের আওতায় এমন এখতিয়ার আছে কিনা, আমার জানা নেই।’

স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, রাজনৈতিক ফোকাস নষ্ট করার জন্য প্রধান নির্বাচন কমিশনার সংলাপে বিএনপিকে ডাকার কথা বলেছেন। তিনি বলেন, ‘বিএনপি কোনও সংলাপে যাবে না। বিএনপির দাবি একটাই—এই সরকারের পদত্যাগ।’

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দুটো ব্যর্থ হয়েছে। কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ ও সরকারের বিভিন্ন রকম কারসাজিতে নির্বাচনগুলো ব্যর্থ হয়েছে। ফলে, কেবল বিএনপিই নয়, দেশের বিরাট জনগোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশন নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। যে কারণে মানুষ ভোট দিতে যায় না।’

ড. মজুমদার অভিযোগ করেন, মানুষ যাকে ভোট দেয়, গণনায় এর প্রতিফলন পায় না। এসব কারণে সন্দেহ রয়েছে—রকিব ও হুদা কমিশন সাজানো কমিশন ছিল। সাজানোভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এই আউয়াল কমিশনকেও যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তাতে প্রশ্ন রয়েছে। সরকারের এসব কৌশলের কারণে মানুষের ব্যাপক অনাস্থা তৈরি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com