বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

0

ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষাভ করেছেন। বুধবার সকালে সদর রোড দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও বিক্ষোভ শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেন।

বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। তারা এ থেকে পরিত্রাণ চান। শ্রমজীবীরা চড়া দামে দ্রব্যমূল্য কিনতে না পেরে অনেকেই শহর ছাড়তে শুরু করেছেন।

খাসজমির বিষয়ে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও ভূমিহীনরা মানবেতর জীবনযাপন করছে। আমরা সরকারের কাছে আমাদের অধিকার চাই। নিত্যপণ্যের দাম কমাতে হবে, ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিতে হবে। নতুবা শ্রমজীবীদের নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলিফ দেওয়ান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com