মির্জা আব্বাসের খোঁজ নিলেন মির্জা ফখরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি তার খোঁজ নেন।
মঙ্গলবার (১৭ মে) রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসকের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন মির্জা ফখরুল। সেসময় উপস্থিত ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
দুদিন ধরে পেটের অসুখে ভুগছেন মির্জা আব্বাস। ফলে ভোরে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এছাড়া ১৪ মে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলায় আহত নাটোর জেলার ছাত্রনেতা এস এম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমনকে পুঙ্গ হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল।
একই সঙ্গে এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন দলের মহাসচিব।