চট্টগ্রামে জামায়াতের থানা আমিরসহ ৪৯ নেতাকর্মী গ্রেফতার

0

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর থানা আমিরসহ ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাতে টেরিবাজার ‘আল বয়ান’ হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রাম দক্ষিণ মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার জসিম উদ্দীন।

গ্রেফতারদের মধ্যে কয়েকজন জামায়াতের বিভিন্ন পর্যায়ের পদধারী বলে জানান তিনি।

তারা হলেন- কোতোয়ালি থানা জামায়াতের আমির মো. ফরিদ আলম (৪৭), কোতোয়ালি থানা দক্ষিণ শাখা জামায়াতের প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দীন (৪৪), বায়তুল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দপ্তর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), জামায়াতের অর্থ জোগানদাতা আবুল মনছুর (৫০), টেরিবাজার শাখার সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরিবাজার কাটাপাহাড় শাখা সভাপতি রাশেদুল করিম রাশেদ (৩৪), সহ-সভাপতি মো. তাজুল ইসলাম (৩৮), মোহাম্মদ ইসরাফিলসহ অন্য ৩৯ জন জামায়াতের কর্মী-সমর্থক।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com