অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মির্জা আব্বাস দুদিন যাবৎ পেটের পীড়ায় ভুগছেন। সকালে তাকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত রোববার (১৫ মে) অসুস্থ হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি অনেকটা সুস্থ আছেন। বিকেল ৪টার দিকে তার বাসায় ফেরার কথা রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com