জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: শামা ওবায়েদ
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিকদের নাম উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকার’র যে ফর্মুলা উপস্থাপন করেছেন তাতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি বলেন, আমার নাম দিলেও আমার সঙ্গে কোনো কথা হয়নি জাফরুল্লাহ চৌধুরীর।
শামা ওবায়েদ বলেন, জাতীয় সরকারের প্রস্তাবে ‘পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী’ হিসেবে আমার নাম উল্লেখ করা হয়েছে। অথচ বিষয়টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। ফলে, দলের অবস্থানই আমার অবস্থান। এর ব্যতিক্রম নয়।
তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এ আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি নির্বাচনের আগে জাতীয় সরকার কনসেপ্টে বিশ্বাস করে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী যা প্রস্তাব করেছেন, সেটা তার কল্পনাপ্রসূত। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’