নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ ৪৫ নেতা কারাগারে
নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকারসহ (৬৫) গ্রেফতার ৪৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৬ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (১৫ মে) দুপুরে মাইজদীর আল ফারুক একাডেমি থেকে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৪৫ নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সুধারাম থানায় মামলা করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন সোনাইমুড়ী উপজেলা আমির মো. হানিফ (৫২), সাইয়েদ আহম্মদ (৫৯), রহিম উল্যাহ (৪৫), আব্দুল মতিন (৩৫); সুবর্ণচর উপজেলার ওমর ফারুক (৩২), বেলাল হোসেন (৩৬), জামাল উল্যাহ মকুল (৫০), আব্দুল বাকের (৩৭)।
সদর উপজেলার নেতা সিরাজুল ইসলাম (৩৪), এনায়েত উল্যাহ (৪৪), ইসমাইল হোসেন (৪২), শরীফ হোসাইন (৩৮), ইউসুফ আলী (৩৮); চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক (৫২), নায়েবে আমির মহিউদ্দীন হাসান (৪৮), পৌরসভার আমির নুর হোসাইন (৩৫), আক্তার হোসেন (৪২)।
সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক নুরুল আফসার (৫০), নুরুল হুদা মিলন (৪০), মিজানুর রহমান (৫০); কবিরহাট উপজেলার অফিস সম্পাদক এনায়েত উল্যাহ (৪২), মো. আব্দুল্যাহ (৪০), আব্দুর রহিম (৪০), ফখরুল ইসলাম মিলন (৩৮)।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি রামপুরের বেলায়েত হোসেন (৫২), মুছাপুরের জিয়াউল হক (৩৬), দেলোয়ার হোসেন (৩০), বসুরহাট পৌরসভার এটিএম হেলাল উদ্দিন (৪৬); বেগমগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য মোবাশ্বের হোসেন (৫১), আব্দুর রহিম (৪৫), আবু জাহেদ (৪১), মো. মায়াজ (৩৩), দ্বীন মোহাম্মদ (৬০), মো. নুরুল্লাহ (৪২)।
হাতিয়া উপজেলার নুর উদ্দীন মেশকার (৪২), তাওফিকুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন (৫৬); লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নাজমুল ইসলাম (৪৫), রিজোয়ানুল হক (৪১), মোস্তাফিজুর রহমান (৪৮), সাইফুল ইসলাম (৩১), সদরের মো. নুরুদ্দিন (৩১) ও কুমিল্লার মনোহরগঞ্জের আবু তাহের (৩৫)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনেয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।