ড. মঈন খান ভালো আছেন: চিকিৎসক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার যে সমস্ত পরীক্ষা করা হয়েছে ইনশাআল্লাহ কোনো পরীক্ষায় সমস্যা চিহ্নিত হয়নি।
সোমবার দুপুরে ড. মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ড. মঈন খান প্রচণ্ড খরতাপের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। সম্ভব হলে চিকিৎসক আজ রাতে বাসায় যাওয়ার অনুমতি দেবেন
ড. আব্দুল মঈন খান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হাসপাতালে মঈন খানের সাথে সার্বক্ষণিক তার ব্যক্তিগত সহকারী মিল্টন ভূইয়া আছেন বলেও জানান শায়রুল কবির খান।
উল্লেখ্য, গতকাল রোববার ড. মঈন খান তার নিজ এলাকা পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। এ সময় তিনি দীর্ঘসময় বক্তব্য রাখেন। পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়।