অকারণে আমাদের ওপর হামলা হলে আমরা এখন থেকে পাল্টা জবাব দেব: গয়েশ্বর

0

বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারি পেটোয়া বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদ করে বলেছেন, খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে স্বৈরাচারী জেনারেল এরশাদের পতন ঘটিয়েই ৯০ সালে ঘরে ফিরেছেন। একই ভাবে তারেক রহমানের নির্দেশে রাজপথে আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়েই এবার ঘরে ফিরবে বিএনপি।

তিনি বলেন, আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই? অকারণে আমাদের ওপর হামলা হলে আমরা এখন থেকে পাল্টা জবাব দেব। সে হামলা যে পোশাকেই আসুক।

গতকাল শনিবার (১৪ মে) বিকেলে তিনি বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপির দলীয় অফিসের সামনে ড, খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপি নেতা কর্মিদের বাড়িঘরে হামলা, মামলা সহ দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, পরিষ্কার হওয়া উচিত শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হবেনা। নির্বাচন করতে দেওয়া হবেনা। বিএনপিও এই সরকারের অধিনে কোন নির্বাচনে যাবেনা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com