পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার (১৪ মে) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব, ফরহাদ হোসেন আজাদ, এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র, তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি ও অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোট চুরি, উন্নয়ন কাজে চুরিসহ সব জায়গায় এখন চুরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। বিচার বিভাগের কারণে আজ দেশে এ অবস্থা। মিথ্যে মামলা দিয়ে নেতা কর্মীদের জেলে দেয়া হচ্ছে। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ সামনের দিকে যাবে।