পাকিস্তান সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখুন

0

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখুন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশ্লেষকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে দেশের ভালোর জন্য সেনাবাহিনীকে রাজনীতিতে জড়াবেন না। এ সময় আরো বলা হয় যে পাকিস্তান সেনাবাহিনী ও তার নেতৃবৃন্দকে রাজনীতি সাথে সম্পৃক্ত করা খুবই ক্ষতিকর।

এ বিষয়ে রোববার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, বর্তমানে পাকিস্তানে দেশটির সেনাবাহিনী ও তার নেতৃবৃন্দকে রাজনীতি সাথে জড়াতে ইচ্ছাকৃতভাবে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কিছু রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশ্লেষক বিভিন্ন জনসমাবেশে অন্যায়ভাবে পাকিস্তান সেনাবাহিনী ও তার নেতৃবৃন্দকে সরাসরি রাজনীতি সাথে সম্পৃক্ত করছে। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের কাজ করা হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আরো বলেছে, সেনাবাহিনীকে রাজনীতিতে জড়িত করে দেয়া এ বিবৃতিগুলো মূলত ভিত্তিহীন, মানহানিকর ও উস্কানিমূলক। এমন বিবৃতি খুবই ক্ষতিকর।

সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com