জয় আমাদের হবেই: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ১৯৪৫ সালের মতো জয় আমাদের হবেই। রবিবার সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে অভিনন্দন বার্তায় এই অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
পুতিন বলেছেন, আজ আমাদের সেনারা, তাদের পূর্ব পুরুষদের মতো, কাঁধে কাঁধ মিলিয়ে নাৎসিদের কাছ থেকে নিজেদের ভূখণ্ড মুক্ত করতে লড়াই করছে সেই আত্মবিশ্বাস নিয়ে, যেমনটি ছিল ১৯৪৫ সালে। জয় আমাদের হবেই।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আজ নাৎসিবাদের পুনর্জন্ম ঠেকানো আমাদের সাধারণ দায়িত্ব। নাৎসিবাদ বিভিন্ন দেশের মানুষের জন্য অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে।
পুতিন বলেছেন, তিনি আশাবাদী নতুন প্রজন্ম তাদের বাবা ও দাদাদের স্মৃতিচারণের যোগ্য হতে পারবে।
২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ শুরু করে। রাশিয়া এই আক্রমণকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করতে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করছে। ইউক্রেন ও পশ্চিমারা বলছে, বিনা উসকানিতে হামলার জন্য এসব অভিযোগ রাশিয়ার মিথ্যা অজুহাত। প্রায় আড়াই মাসের দীর্ঘ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে।