লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুৎফুর রহমান

0

যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৫ মে বৃহস্পতিবারের নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত লুৎফুর রহমান। আগামী চার বছর তার হাতে থাকবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের দায়িত্ব।

গতকাল শুক্রবার ৬ মে বিকালে নির্বাচন কমিশনার টাওয়ার হ্যামলেটসের নতুন নির্বাহী মেয়র হিসেবে লুৎফুর রহমানের নাম ঘোষণা করেন।

প্রথম গননার ফলাফলে এগিয়ে ছিলেন লুৎফুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯,৫৩৩ ।
লেবার দলীয় জন বিগস পেয়েছেন ২৭,৮৯৪। লুৎফুর আর জন বিগসের ব্যবধান ১১ হাজার ৬৩৯ ভোটের। অন্যদিকে রাবিনা খান পেয়েছেন ৬,৪৩০ ভোট।

দ্বিতীয় ভোট গননায়ও লুৎফুর রহমান এগিয়ে। সেখানে মোট ভোটের হিসাবে নির্বাচিত হয়েছেন বহুল আলোচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জনতার আপনজন লুৎফুর রহমান।

নির্বাচনী নিয়মানুযায়ী ভোট গণনার প্রথম রাউন্ডে লেবার দলের প্রার্থী জন রবার্ট বিগস ভোট পেয়েছেন ২৭,৮৯৪। এস্পায়ার দলের প্রধান লুৎফুর রহমানের ভোটের সংখ্যা হয় ৩৯,৫৩৩ ।

দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে লুৎফুর রহমান মোট পেয়েছেন ৪০,৮০৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী লেবারদলের প্রার্থী জন বিগস এর ভোট সংখ্যা দাঁড়ায় ৩৩৪৮৭।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com