সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কলম্বো, রাজাপাক্সার পদত্যাগ দাবি

0

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সংসদ ভবনের বাইরে সরকার-বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল-কামান ব্যবহার করছে।

দেশের অর্থনৈতিক সঙ্কটে সরকারের পদত্যাগ দাবি করে প্রায় ৫ হাজার প্রতিবাদকারী সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন। শহরের অন্যত্র হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।

এছাড়া, এই বিক্ষোভের অংশ হিসেবে সারা দেশে দিনব্যাপী হরতাল পালিত হচ্ছে।

কলম্বো থেকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, হরতালের সময় দোকানপাট বন্ধ রয়েছে এবং লোকজন সরকারের বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছে।

দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য এরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সা এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সার পদত্যাগ দাবি করছেন।

রাজাপাক্সা পরিবার বেশ কয়েক বছর ধরে এই দ্বীপ রাষ্ট্রটি শাসন করছে এবং তারা পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছে।

এদিকে, শ্রীলঙ্কার শাসক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা নামাল রাজাপাক্সা বলেছেন, বর্তমান অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকারের আরো প্রস্তুতির দরকার ছিল।

বিবিসির সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সার ছেলে নামাল বলেন, করোনা মহামারি শ্রীলঙ্কার সঙ্কটকে আরো ঘনীভূত করেছে, যার ফলে খাদ্য, জ্বালানিসহ নিত্য-প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে।
সূত্র : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com