আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডব, ইসরাইলি পতাকা উত্তোলন
শত শত ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা আল-আকসা মসজিদে ইসরাইলি পতাকা উত্তোলন করে। বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমের পুরাতন শহরে এ ঘটনা ঘটে।
ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে পশ্চিমাংশের মরক্কোন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করার পর ইসরাইলি কর্তৃপক্ষ ওই পবিত্র স্থানটি নিয়ন্ত্রণ করছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-আকসা মসজিদের ভিতরে ইসরাইলিরা প্রার্থনা করেছে। এরপর ওই পবিত্র মসজিদের কাত্তানিন গেট এলাকায় তারা ইসরাইলি পতাকা উত্তোলন করে।
বার্তা সংস্থা ওয়াফা বলেছে, কমপক্ষে ছয় শ’ ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী ২২ টি গ্রুপে ভাগ হয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করে। এসব ইহুদি বসতি স্থাপনকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন চরমপন্থী ইসরাইলি এমপি ইয়েহুদা গ্লিক।
ফিলিস্তিনি বার্তা সংস্থা আরো জানিয়েছে, আল-আকসা মসজিদে ইহুদিদের এমন তাণ্ডব চালানোর সময় সেখানে মুসল্লিদের প্রবেশ করতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। সকালে নামাজ পড়তেও বাধা দেয়া হয়। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক মুসল্লিকে মারধরও করেছে। এছাড়া এ ঘটনায় প্রতিবাদকারী ফিলিস্তিনিদের দিকে রাবার-কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোঁড়া হয়।
সূত্র : মিডল ইস্ট আই