আজভস্টালের যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে: পুতিন

0

মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় এখনও রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। এ অবস্থায় সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের অবিলম্বে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ইউক্রেনের উচিত মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল প্ল্যান্টে থাকা নিজেদের যোদ্ধাদের অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া।

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনালাপের সময় পুতিন এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।

পুতিন আরও বলেন, আজভস্টাল স্টিল কারখানায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিতে প্রস্তুত রুশ বাহিনী।

এরপরই আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া।

আর রাশিয়া এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, রাশিয়া চাইছে স্টিল কারখানার ভেতর আটকে থাকা সেনাদের ধ্বংস করে দিতে।

এদিকে রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতির কথা বললেও তারা এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ইউক্রেন জানিয়েছে, আজভস্টালে আটকে থাকা তাদের সর্বশেষ সেনা ইউনিটকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

তারা জানিয়েছে, আজভস্টাল স্টিল কারখানার ভেতরে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা।

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দখলদাররা আজভস্টাল এলাকায় ইউক্রেনীয় ইউনিটগুলোকে অবরুদ্ধ করা ও ধ্বংস করে দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানের সহায়তা নিয়ে স্টিল কারখানাটির দখল নেওয়ার জন্য আক্রমণ শুরু করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com